।। ময়মনসিংহে কর্নেল তাহের অধ্যয়ন কেন্দ্রের ইতিহাস বিষয়ক পাঠ ও আলোচনা অনুষ্ঠিত।৷
মুক্তিযুদ্ধভিত্তিক নাগরিক সংগঠন কর্নেল তাহের অথ্যয়ন কেন্দ্রের উদ্যোগ ময়মনসিংহ নগরীতে জেলা বাসদ কার্যালয়ে 'পাগলপন্থী কৃষক বিদ্রোহ' বিষয়ক পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়। আজ (০৩ অক্টোবর ২০২৫) বিকাল ০৫ ঘটিকায় নগরীর মালগুদাম এলাকায় উক্ত পাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইতিহাস গবেষক মো: চাঁন মিয়া ফকির। এছাড়া বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ মাসুদ চিশতি, ইমতিয়াজ আহমেদ তানসেন, সুশান্ত দেবনাথ খোকন, মো: শাকিল সরকার, আরিফুল হাসান, তানজিল হোসেন মুণিম প্রমূখ।
বক্তারা বলেন, সুফি সাধক টিপু শাহ'র নেতৃত্বে সংগঠিত পাগলপন্থী কৃষক বিদ্রোহ ছিল একটি স্বত:স্ফুর্ত বিদ্রোহ। যার ব্যাপ্তিকাল ১৮২৪-১৮৩৩ সন পর্যন্ত। এই বিদ্রোহে হিন্দু, মুসলিম, গারো, হাজং সহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ জমিদার ও তাদের প্রভু ইংরেজিদের বিরুদ্ধে গর্জে উঠেছিল। এই বিদ্রোহের চৌহদ্দি ছিলো দক্ষিণ পশ্চিমে পুরাতন ব্রহ্মপুত্র নদ, উত্তরে গারো পাহাড়রাজি এবং পূর্বে হাওড় এলাকা। এই সময় বিদ্রোহী কৃষকদের সব দাবি একমুখী হয়ে ওঠে। বিদ্রোহী কৃষক সমাজ জমিদার শ্রেণী কর্তৃক অতিরিক্ত করারোপ, বেগার প্রথা, বার্মাযুদ্ধজনিত বিভিন্ন কর, রসদ সরবরাহ, পুলিসের অত্যাচার ও চাঁদা আদায় ইত্যাদির স্থলে সুফি সাধক টিপু শাহ কর্তৃক পরিমিত রাজস্ব প্রদানের প্রতিশ্রুতিতে কৃষক শ্রেণি পাগলপন্থিদের কর্মসূচিতে বিশ্বাস স্থাপন করে দীর্ঘ বৎসর বিদ্রোহ চালিয়ে যায়। বাঙালী জাতির ইতিহাস অধ্যায়ে এই বিদ্রোহের গুরুত্ব অপরিসীম।
বক্তারা আরো বলেন, বাঙালী জাতির রয়েছে পাগলপন্থী কৃষক বিদ্রোহের মত সমৃদ্ধ লড়াকু গৌরবান্বিত ইতিহাস। প্রজন্মকে গৌরবান্বিত ইতিহাস অধ্যয়ন করতে হবে। ইতিহাস অধ্যয়ন করে এগিয়ে যেতে হবে সম্মূখপানে। সকলের অধিকার নিশ্চিত করে গড়তে হবে আকাঙ্খিত বাংলাদেশ।
0 Comments