Header Ads Widget

Responsive Advertisement

নগরের পৃথক দুটি অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামী গ্রেফতার


 চরকা ডেস্ক 

ময়মনসিংহে নগরের পৃথক দুটি অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৪। গ্রেফতাররা হলেন- মো. আবির (২৫) ও মো. নয়ন মিয়া (৩৮)।

র‌্যাব সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আবির (২৫) এর অবস্থান শনাক্ত করে র‌্যাবের আভিযানিক দল। পরবর্তীতে বুধবার (৮ অক্টোবর) দুপুর আনুমানিক ১টার দিকে ময়মনসিংহ নগরীর পাটগুদাম বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আবিরের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মামলা মাদক মামলা সহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল।

অপর এক অভিযানে বুধবার সন্ধ্যায় র‌্যারের একটি দল ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস মাছের আড়ৎ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. নয়ন মিয়া (৩৮) কে গ্রেফতার করে। নয়ন মিয়ার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মাদক মামলায় আদালতের পরোয়ানা ছিল।

গ্রেফতারকৃত উভয় আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Post a Comment

0 Comments