Header Ads Widget

Responsive Advertisement

লায়ন্স ক্লাব অব ঢাকা ময়মনসিংহ হেরিটেজ পথ শিশুদের মধ্যে সেলাই মেশিন ও খাবার বিতরণ


স্টাফ রিপোর্টার ঃ  ময়মনসিংহ লায়ন্স ক্লাব অব ঢাকা ময়মনসিংহ হেরিটেজ, জেলা ৩১৫এ২,বাংলাদেশের উদ্যোগে আজ বুধবার দুপুরে ময়মনসিংহ নগরীর কালীবাড়ি রোডে পথ শিশু নিয়ে র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে আলোচনা সভা সেলাই মেশিন ও এবং ৪০ জন পথ শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয় । 

 

 


উক্ত অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন প্রকৌশলী সানোয়ার হোসেন এমজেএফ, ক্লাব সেক্রেটারি লায়ন প্রকৌশলী শফি কামাল, ক্লাব ডাইরেক্টর লায়ন ডা. একেএম ওয়ালীউল্লাহ,ক্লাব ডাইরেক্টর লায়ন প্রকৌশলী সিরাজুল ইসলাম এনামুল,ক্লাব ট্রেজারার লায়ন জহির খান,আইপিপি লায়ন জুলফিকার হায়দার,ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি লায়ন মাহবুব বিন সাইফ,জয়েন্ট সেক্রেটার লায়ন প্রকৌশলী জহুরুল হক,ফার্স্ট জয়েন্ট ট্রেজারার প্রকৌশলী লায়ন শাহীন আহমেদ এমজেএফ,লিও এডবাইজার লায়ন নাজির হোসেন এমজেএফ, জয়েন্ট ট্রেজারার লায়ন শিরিন সালমা,লায়ন প্রকৌশলী নজরুল ইসলাম, লায়ন এমরান সরকার,লায়ন তুহিন সরকার , কারিতাসের মাঠ কর্মকর্তা বিপাশা মানকিন সহ প্রমুখ নেতৃবৃন্দ ।


 

Post a Comment

0 Comments