প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ভুয়া ওয়ারিশ সনদ তৈরি করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার ২


স্টাফ রিপোর্টারঃ

ময়মনসিংহে সরকারি ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা আত্মসাতের অভিযোগ চর ঈশ্বরদিয়া মৌজায় ভূমি অধিগ্রহণ সংক্রান্ত একটি মামলায় ভূয়া ওয়ারিশ সনদ তৈরি করে  প্রায় এক কোটি ২৪ লক্ষ টাকা উত্তোলন করে আত্মসাৎ করার অভিযোগে  ময়মনসিংহের চরি ঈশ্বরদিয়া থেকে দুজন কে গ্রেফতার করেছে পুলিশ ।গত ১০ ফেব্রুয়ারী ডিবি চর ইশ্বরদিয়ার এলাকায় অভিযান চালিয়ে জাল দলিল স্ট্যাম্প বিভিন্ন ধরনের সিল ও খসড়া কাগজ সহ  জাল দলিল চক্রের সক্রিয় সদস্য আলমগীর কে গ্রেফতার করেছিল এরা কি একই গ্রুপের সদস্য কিনা তা খতিয়ে দেখছে পুলিশ

বিভিন্ন সুত্র থেকে জানা যায় ভুয়া  ওয়ারিশান সনদ সৃজন করেন এবং অন্যের নামের ৭২৩৫ নং দলিল নিজ নামে দেখিয়ে জালিয়াতি করে ময়মনসিংহ সদরের  চর ঈশ্বরদিয়া গ্রামের মোঃ রোস্তম ও মোছা ঃ সখিনা খাতুন এর সন্তান মোঃ শফিকুল ইসলাম (৪৪) দক্ষিণ চর কালিবাড়ী মোঃ আলাউদ্দিন ও মোছা রোকিয়া খাতুন এর সন্তান মোঃ রোকন উদ্দিন (৪০), -দক্ষিণ চর কালিবাড়ী, , জাল দলিল সৃজন, উপস্থাপন ও তথ্য বিকৃতি করে এল, এ কেস নং-০৪/২০২২-২০২৩ মূলে অধিগ্রহণকৃত কোতোয়ালী থানাধীন চর ঈশ্বরদিয়া মৌজার ০.২৫০০ একর ভূমির ক্ষতিপূরণ বাবদ সর্বমোট-১,২৩,১৪,৫১২.৫৯ (এক কোটি তেইশ লক্ষ চৌদ্দ হাজার পাঁচশত বার টাকা ঊনষাট পয়সা) টাকার চেক নং-১০৬৬৪২৫ উত্তোলন করে আত্মসাৎ করেন। তারা ভুয়া একটি ওয়ারিশান সনদ সৃজন করেন এবং অন্যের নামের ৭২৩৫ নং দলিল নিজ নামে দেখিয়ে জালিয়াতি করেছেন। উল্লেখিত ভূমির মালিক তিনি বা তাহার পূর্বসরী কেহ নন।   তদন্তে প্রমাণিত হয় যে, তারা একটি সংঘবদ্ধ চক্র। এই চক্র ময়মনসিংহ শহরে নানাবিধ জাল জালিয়াতির আশ্রয় নিয়ে অবৈধ কর্মকাণ্ড পরিচালনা করছেন।  আদালতে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতার করা হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। আশা করছি, প্রকৃত সত্য বেরিয়ে আসবে। টাকা উদ্ধার হবে ।

গত ১০ ফেব্রুয়ারী ময়মনসিংহ গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা  ডিবি ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার চর ইশ্বরদিয়ার এলাকায় অভিযান চালিয়ে জাল দলিল স্ট্যাম্প বিভিন্ন ধরনের সিল ও খসড়া কাগজ সহ  জাল দলিল চক্রের সক্রিয় সদস্য আলমগীর কে গ্রেফতার করেছিল ঐসময় সৃজনকৃত জাল দলিল ০৮ টি।  বভিন্নি জলো উপজলো ও ইউনয়িনরে ভূমি সংশ্লষ্টি অফসিরে ২০ ধরনরে র্কমর্কতাদরে ৬২ টি সলি সহ বভিন্নি ধরনরে খোলা রাবার সলি ৩৬ টি, খোলা রাবার সলিরে প্লাষ্টকি হোল্ডার ১৪টি এবং ০৩টি প্যাড। ০২ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-১১০ পাতা। ২.৫০ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-১৩ পাতা। ০৪ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-০১ পাতা। ০৫ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-০৮ পাতা। ০৭ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-০১ পাতা। ০৮ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-০১ পাতা। ০৯ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-০১ পাতা। ১০ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-৩৬ পাতা। ২০ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-০৩ পাতা। ৪০ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-০১ পাতা। ৫০ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-০১ পাতা। ১০০ টাকা মূল্যরে অনুলিপি ষ্ট্যাম্প-০২ পাতা। জাল দললি সৃজনরে কাজে ব্যবহৃত খসড়া কাগজ ১৫০ পাতা।

এ বিষয়ে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

 


 

Post a Comment

0 Comments