স্টাফ রিপোর্টার ঃ
ডেঙ্গু প্রতিরোধে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর আয়োজনে মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম চলছে।আজ ১৯ অক্টোবর শহরের রামবাবু রোড,বাগানবাড়ি এলাকা ,আমলাপাড়া,গোলপুকুরপাড় ও নতুন বাজার এলাকায় সকাল ১০ টা দেখে দিনব্যাপী মশক নিধন কার্যক্রম চলবে।
গত ১৮ অক্টোবর থেকে ১২ দিনব্যাপী এই ক্র্যাশ প্রোগ্রামে সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম এবং ৩৩ টি ওয়ার্ডে ভ্রাম্যমান মাইকিং এর মাধ্যমে ডেঙ্গু বিষয়ক জন সচেতনতামূলক বার্তা প্রচার কার্যক্রম চলবে।এছাড়া সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসচেতনা মূলক বার্তা প্রচার এবং লিফলেটের বিতরনের মাধ্যমে প্রচারণা কার্যক্রম চলবে।
মসিকের স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ডাক্তার এস কে দেবনাথ বলেন ডেঙ্গুর লার্ভা অনুসন্ধানের জন্য লার্ভা অনুসন্ধানে টিম কাজ করছে।এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায়ের কার্যক্রম চলমান আছে। তিনি আরও বলেন মসিকের প্রশাসক ও বিভাগীয় কমিশনার অতিরিক্ত বিভাগীয় সচিব মোঃ মোখতার আহমেদ এর নির্দেশনায় ডেঙ্গু প্রতিরোধে সার্বিক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
সেনেটারী ইন্সপেক্টর দীপক মজুমদার বলেন সম্মানিত নাগরিকবৃন্দকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার জন্য এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ সিটি কর্পোরেশনের কাজে সহযোগিতা করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হয়েছে।

0 Comments