Header Ads Widget

Responsive Advertisement

ময়মনসিংহ সরকারি মুমিনুন্নিসা মহিলা কলেজে শির্ক্ষথীদের ক্লাশ খোলা আকাশের নিচে


 


শফিয়েল আলম সুমন ময়মনসিংহ ঃ

ময়মনসিংহে ঐতিহ্যবাহী সরকারি মুমিন্নিসা সরকারি মহিলা কলেজে শ্রেণিকক্ষ সংকটে খোলা আকাশের নিচে চলছে পাঠদান। রোদ বৃষ্টি হলে বন্ধ হয়ে থাকায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে আর শিক্ষার্থী নিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে কলেজ কর্তৃপক্ষ। এদিকে আবাসন হোস্টেল সমস্যা প্রকট আকার ধারণ করায় কলেজের উদ্যেগে শিক্ষার্থীদের জন্য উপজেলা রোডে বাস সার্ভিস চালু করেছে ।এতে  আবাসন হোস্টেল সমস্যা কিছুটা লাঘব হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি বোধ করছে।

প্রায় কোটি জনসংখ্যা অধ্যুষিত বৃহত্তর ময়মনসিংহে টি জেলার মধ্যে উচ্চ শিক্ষার একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত কলেজে সময়ের পরিক্রমায় শিক্ষার্থীর সংখ্যা দ্রুত গতিতে বৃদ্ধি পেলেও তার সঙ্গতি রেখে অবকাঠামোগত অন্যান্য সুযোগ সুবিধা মোটেও বৃদ্ধি পায় নি প্রায় হাজার শিক্ষার্থী বহু সীমাবদ্ধতার মধ্য দিয়ে  কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণী হতে মার্স্টাস শ্রেণী পযর্ন্ত শিক্ষা গ্রহণ করে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে কলেজে ১৩ টি বিষয়ে অনার্স এবং টি বিষয়ে মাস্টার্স এছাড়া উচ্চশাধ্যমিক এবং ডিগ্রি তো আছেই এই শিক্ষার্থীদের মধ্যে ডিগ্রি বা সমমান শিক্ষার্থীরা রয়েছে অবহেলিত এসব শিক্ষার্থীদের নির্দিষ্ট কোন ক্লাশরুম নেই যখন যে ক্লাশরুম ফাঁকা থাকে সেখানেই চলে এদের পাঠদান। কলেজের ডিগ্রি সমমান দের কোন শ্রেণী কক্ষ বা ক্লাশ রুম না থাকায় শিক্ষার্থীদের ক্লাশ চলে খোলা আকাশের নিচে,কখনো গাছের তলে, ছাদে, অথবা খোলা কোন স্থানে শ্রেণী কক্ষ না থাকায় ঐসব শির্ক্ষাথীদের মধ্যে একরকম চাপা ক্ষোভ বিরাজ করছে, এসব উদাসীনতার কারণে শিক্ষার্থীরা নিয়মিত কলেজে আসে না অনেকে আসলেও এদিক সেদিক ঘোরাফেরা করে বাড়ি চলে যায়। কলেজের রয়েছে আবাসন সমস্যা কলেজের তিনটি হোস্টেলে থাকতে পারে মাত্র শতাধিক শিক্ষার্থী তবে শিক্ষার্থীদের আবাসনের সমস্যা থেকে পরিত্রান পেতে শিক্ষার্থীরদের দাবির প্রেক্ষিতে ময়মনসিংহের তিনটি উপজেলা ভালুকা, ফুলপুর এবং ফুলবাড়ীয়া ডাবল ডেকারের বাস চালু করা হয়েছে প্রতি বাসে ১২০ থেকে ১৪০ জন ছাত্রী অত্র উপজেলা থেকে নিয়মিত কলেজে এসে  ক্লাশ করছে এতে গড়ে তিনটি উপজেলা থেকে প্রায় ৫শ ছাত্রী কলেজে এসে ক্লাশ করছে এবং ক্লাশ শেষে বাস অত্র উপজেলার নির্দিষ্ঠ স্থানে নামিয়ে দিচ্ছে  

বিষয়ে কলেজের একাধীক শিক্ষার্থীরা জানান  স্নাতক সমমান শিক্ষার্থীদের তেমন কোনো নির্দিষ্ট  ক্লাশের ব্যবস্থা না থাকায় নিরুৎসাহিত হচ্ছি জরুরি ক্লাশ গুলো নেওয়া হয় ছাদে ,গাছের নিচে অথবা নির্দিষ্ঠ কোনো ফাঁকা স্থানে হোস্টেলের সঙ্কার হচ্ছে তিনটি হোস্টেলে আসন সীমিত থাকায় আবাসন সমস্য প্রকট আসেপাশে মেস অথবা বাড়ি ভাড়া নিয়ে থাকতে হলে অনেক টাকার প্রয়োজন আমাদের দাবির প্রেক্ষিতে বাস এর ব্যবস্থা করা হয়েছে তবে মুক্তাগাছায় একটি বাসের ব্যবস্থা করার দাবি জানান । 



 

 

কলেজ অধ্যক্ষ প্রফেসর . মালেকা বিলকিস জানান কলেজে শ্রেণী কক্ষ প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল তাই মাজে মধ্যে বাহিরে ক্লাশ নিতে হয় কলেজ পরিধি বৃদ্ধির জন্য পাশের  জায়গা টি নেওয়ার চেষ্ঠা করা হচ্ছে তিনি আরো জানান কলেজ ছাত্রীদের মেধা বিকাশে ক্যারিয়ার ক্লাশ ,মানসিক সাস্থ্য সচেতনতা সহ নানামূখি কর্ম পরিকল্পনা নিয়ে ছাত্রীদের কাছে তিনি আজ মধ্যমনি এছাড়া মুক্তমঞ্চ, পুরাতন মুক্ত মঞ্চের ইট দিয়ে সংস্কারের কাজ চলছে। খেলার মাঠ সংস্কার, নতুন পাঁচ টাকার ক্যান্টিন, হোস্টেল  চত্বরে বাগানের কাজ, মেয়েদের খেলাধুলার জন্য ভলিবল ব্যাডমিন্টন কোট তৈরি করা, হোস্টেলে ফুল ফলের গাছ লাগানো, কলেজ চত্বরে সড়ক গুলোর  খানা খন্দ থাকায় সংস্কার করা, একাডেমিক ভবন সংস্কার, একাডেমিক ক্যারিয়ার ক্লাব গঠন , ক্যারিয়ার ক্লাবে ১৫ দিন পর পর পরীক্ষা নেওয়া, বিতর্ক ক্লাব , বিজ্ঞান ক্লাব, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ধরনের সেমিনার, কম্পিউটারের প্রশিক্ষণ, মানসিক স্বাস্থ্য সেবা সেমিনার,মানসিক ডাক্তার নিয়োগ , মুমিন্নিসানেসা স্মৃতি ফলক উন্মোচনের,অডিটোরিয়ম ক্লাসরুম সংস্কার রং করা , বৈদ্যুতিক কাজকর্ম লাইটিং মেরামত করা, আরো নানাবিদ সৌন্দর্য বর্ধনের জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে।

Post a Comment

0 Comments