Header Ads Widget

Responsive Advertisement

খ্যাতিমান কবি ও প্রাবন্ধিক গাউসুর রহমানের জন্মদিন উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য সাহিত্য সভা

 

স্টাফ রিপোর্টার ঃ 

আশির দশকের অন্যতম খ্যাতিমান কবি প্রাবন্ধিক গাউসুর রহমানের জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য সাহিত্যসভা।গতকাল অক্টোবর সন্ধায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কবি, লেখক, শিক্ষক সংস্কৃতিসেবীদের মিলনমেলায় পরিণত হয় পুরো ক্যাম্পাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর . খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর . আনিছা পারভীন এবং ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জয়নাল আবেদীন খান।

সভায় কবির সাহিত্যজীবন ও অবদান নিয়ে বক্তব্য রাখেন কবি শামসুল ফয়েজ, কবি সোহরাব পাশা, প্রফেসর কবি আলী ইদ্রিস, প্রফেসর কবি মঈন হুদা এবং ছড়াকার ও গবেষক স্বপন ধর।

শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর তোফায়েল আহমেদ, প্রফেসর জসিম উদ্দিন, ছড়া সাহিত্যিক মোঃ তাছাদ্দুক হোসেন, মোহাম্মদ রফিক, কবি আলম মাহবুব,কবি বিনয় দেবনাথ,এডভোকেট জাহিদুল ইসলাম পাঠান, অধ্যক্ষ কাব্য সুমী সরকার প্রমুখ। 

 


 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবি আসাদ উল্লাহ উল্লাহ, এবং স্বাগত বক্তব্য রাখেন কবি ও সাংবাদিক স্বাধীন চৌধুরী

সঞ্চালনা করেন স্বর্ণা চাকলাদার এ্যানিজুবায়েদ ইবনে সাঈদ

কবি গাউসুর রহমান জন্মদিন উদযাপন কমিটির আহ্বায়ক ছিলেন কবি আসাদ উল্লাহ, যুগ্ম আহ্বায়ক কথাশিল্পী মাহমুদ বাবু এবং সদস্য সচিব ছিলেন কবি স্বাধীন চৌধুরী।

অনুষ্ঠানে কবি গাউসুর রহমান চমৎকার, আবেগঘন অনুভূতি প্রকাশ করেন। অনুষ্ঠানকে ঘিরে অনেকদিন পর শত সুধীজনের উপস্থিতিতে ময়মনসিংহে সৃষ্টি হয় এক সাহিত্য ও সংস্কৃতির অনন্য উৎসবমুখর পরিবেশ। কবিতা পাঠ, আবৃত্তি, আলোচনা ও স্মৃতিচারণার মধ্য দিয়ে উদযাপিত হয় কবি গাউসুর রহমানের সৃষ্টিশীল জীবন, মনন ও সাহিত্যকর্মের দীপ্তি।

স্বরচিত কবিতা পাঠ করেন কবি আলম মাহবুব,কবি রোখসানা আফরীন,কবি রীনা পন্ডিত, কবি জাহানারা রানী, কবি আহমদ জামাল জাফরী, কবি সোহেল মাজহার, কবি রাহমান হাবিব প্রমুখ।কবি গাউসুর রহমানের কবিতা আবৃত্তি করেন আবৃত্তিকার আফরীন লামইয়া,আবৃত্তিকার আমজাদ শ্রাবণ, স্বর্ণা চাকলাদার। অনুষ্ঠানে কবিকে মানপত্র ও উত্তরীয় প্রদান করা হয়।

শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন উপহার প্রদান করেন। কেককাটা, আপ্যায়ন এবং রাতের খাবারের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Post a Comment

0 Comments