সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ময়মনসিংহের গ্রাফিটি শিল্পী ও কবি শামীম আশরাফ কে সোমবার রাতে ছোটবাজার থেকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)
সূত্রে জানা যায়, সম্প্রতি শামীম আশরাফ তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে কটূক্তি ও অশালীন মন্তব্য করেন। এ সংক্রান্ত পোস্টগুলো ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। দুপুরে বড় মসজিদ থেকে প্রতিবাদ মিছিল বের হয় ।শহরবাসীর প্রতিবাদ ও অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা গোয়েন্দা পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
বর্তমানে তিনি ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে পুলিশ।
0 Comments