Header Ads Widget

Responsive Advertisement

ধৌবাউড়ায় পূর্ব শত্রুতার জেরে খুন আটক ৩


 


 

স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহের ধৌবাউড়ায় পূর্ব শত্রুতার জেরে গত শুক্রবার সকালে এরশাদ আলী (৩৭) হত্যার ঘটনায় পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে ।

 পুলিশ জানায়,ময়মনসিংহের ধোবাউড়া থানাধীন জাঙ্গালিয়াপাড়া গ্রামস্থ চারুয়াপাড়া টু কলসিন্দুর রোডে জাঙ্গালিয়াপাড়া পাকার মাথায় মানিকের মুদির দোকানের সামনে পূর্ব শত্রুতা বশতঃ গত শুক্রবার  সকাল অনুমান ০৫:৩০ ঘটিকার সময় ভিকটিম এরশাদ আলী (৩৭) এর সঙ্গে সাকিব (২৪), পিতা-আবুল হোসেন, সাং-জাঙ্গালিয়াপাড়া, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহগণের কথাকাটাকাটির এক পর্যায়ে মারামারি সংঘটিত হয়। এতে এরশাদ আলী গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা  সংবাদ পেয়ে ধোবাউড়া থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সংশ্লিষ্ট ০৩ জনকে আটক করে। আটককৃতরা হলো—১। সাকিব (২৪), পিতা-আবুল হোসেন, সাং-জাঙ্গালিয়াপাড়া ২। মোঃ আশরাফ আলী (৩৮), পিতা-ইয়াকুব আলী ৩। মোছাঃ সুফিয়া খাতুন (৪৫) স্বামী-আব্দুল কদ্দুছ, উভয় সাং-পশ্চিম সোহাগীপাড়া, থানা-ধোবাউড়া, জেলা-ময়মনসিংহ। উল্লেখ্য, আটককৃত আসামী সাকিব পূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার (কোতোয়ালী মডেল থানা, ময়মনসিংহ, এফআইআর নং-৫৬, তারিখ-১৮/০৮/২০২৫) এজাহারনামীয় আসামী। ঘটনা তদন্তাধীন রয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন ।

Post a Comment

0 Comments