প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ময়মনসিংহ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি নুরুল হক ও সাধারণ সম্পাদক তান্না


 

স্টাফ রিপোর্টার ঃ  ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির অন্তর্গত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ বার ইউনিটের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়েছে।  সভাপতি নির্বাচিত হয়েছেন  নুরুল হক ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মাসুদ তানভীর তান্না । শনিবার (১ নভেম্বর) রাতে ফলাফল ঘোষণা করা হয়।দুপুরে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ।

 নির্বাচনে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট আকরাম হোসেন, যুগ্ম সম্পাদক পদে অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট ওসমান গনি মল্লিক মাখন নির্বাচিত হয়েছেন।নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩০৭ জন। দুই সদস্যের মৃত্যুর কারণে ৩০৫ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পান। দুটি প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র দুই প্রার্থীসহ ৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১২ জন প্রার্থী। নির্বাচনের প্রিসাইডিং অফিসার মো. মমরুজুল হাসান জুয়েল বলেন, ভোটারদের উপস্থিতিতে বার প্রাঙ্গণ ছিল উৎসবমুখর। শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়। পরে ফলাফল ঘোষণা করা হয়েছে। নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নুরুল হক বলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামকে আরও ঐক্যবদ্ধ করতে কাজ করবো। এছাড়া ন্যায়বিচার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে সংগঠনকে সক্রিয় রাখতেও চেষ্টা থাকবে।

এর আগে শনিবার (১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলা বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রমে মানুষ সন্দিহান হচ্ছে। দেশের প্রতিটি ক্রিয়াশীল রাজনৈতিক দলের সমন্বয়ে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল, সেই সনদ বর্তমানে উপস্থাপন করা হয়নি। আমরা এর নিন্দা, প্রতিবাদ জানাই।  তিনি বলেন, আমরা দেখেছি, শেখ হাসিনা জাতিকে প্রতারিত করেছিল, কিন্তু এখন দেখছি নতুন প্রতারকের জন্ম হয়েছে ।

এ সময় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এনায়েতুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন— বাংলাদেশ আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল জব্বার ভূঁইয়া, যুগ্ম মহাসচিব মোহাম্মদ আলী, সহিদুজ্জামান, আব্দুল্লাহ আলমাহবুব, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট মমরুজুল হাসান জুয়েল, আইনজীবী নেতা নূরুল হক, রেজাউল করিম চৌধুরী ও মাসুদ তানভীর তান্না।

Post a Comment

0 Comments