র্যাব-১৪, ময়মনসিংহের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৭২ বোতল বিদেশী মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাসিন্দা মোঃ আব্দুস সালাম (৪০) এবং মোঃ আব্দুল হালিম (৩৫)।
রোববার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন আলালপুর এলাকার এম এ খালেক ফিলিং স্টেশনের সামনে হালুয়াঘাট-ময়মনসিংহ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার দুপুরে র্যাব এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানায়, ওই স্থানে চেকপোস্ট বসানো হলে হালুয়াঘাট থেকে আসা একটি পিকআপ সিগন্যাল পেয়ে থামে। পিকআপে বহন করা প্লাস্টিকের বস্তার মালামাল সম্পর্কে প্রশ্ন করা হলে গাড়িতে থাকা দুই ব্যক্তি কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা বস্তাগুলোতে অবৈধ বিদেশী মদ বহনের কথা স্বীকার করেন।
পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে ৭২ (বাহাত্তর) বোতল বিদেশী মদ, ২টি মোবাইল ফোন এবং একটি পিকআপ ভ্যান উদ্ধার ও জব্দ করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।
গ্রেফতারকৃত দুই মাদক কারবারি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ময়মনসিংহ কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

0 Comments