Header Ads Widget

Responsive Advertisement

একই দিনে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকের যোগদান

স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহে একই দিনে নতুন বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী এবং নতুন জেলা প্রশাসক (ডিসি) কৃষিবিদ মো. সাইফুর রহমান যোগদান করেছেন। কাকতালীয়ভাবে দুই শীর্ষ প্রশাসনিক কর্মকর্তার একইদিনে যোগদানকে ঘিরে বিভাগীয় প্রশাসনে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৫টার দিকে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউজ প্রাঙ্গণে গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে তাদের আনুষ্ঠানিক যোগদান কার্যক্রম সম্পন্ন হয়। পরবর্তীতে নতুন বিভাগীয় কমিশনার মিজ ফারাহ শাম্মী নিজ দপ্তরে এসে যোগদানপত্রে স্বাক্ষর করেন।

এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, নতুন জেলা প্রশাসক কৃষিবিদ মো. সাইফুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনের সচিব সুমনা মাজিদ, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব সাঈদ মোহাম্মদ ইব্রাহীমসহ অন্য কর্মকর্তারা।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার বলেন, একই দিনে বিভাগীয় কমিশনার ও ডিসির যোগদান কাকতালীয় হলেও প্রশাসনে নতুন কর্মচাঞ্চল্য বয়ে আনবে বলে আশা করছি।

এর আগে গত ১৩ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে পূর্বের বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদকে খুলনায় বদলি করে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মিজ ফারাহ শাম্মীকে নতুন বিভাগীয় কমিশনার হিসেবে ময়মনসিংহে পদায়ন করা হয়।

Post a Comment

0 Comments