প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ময়মনসিংহে দিনে রাতে ৩৩০০ বৃক্ষ রোপণ ও বিতরণ করে আলোচিত বিএনপি নেতা এম. এ. হান্নান খান


 

চরকা রিপোর্ট ঃ

প্রায় ১০ মাস ধরে ময়মনসিংহ নগরীর ৩৩ টি ওয়ার্ডে দিনে রাতে ৩৩০০ বৃক্ষ রোপণ ও বিতরণ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ৭০,০০০ লিফলেট নগরে বিতরণ করে আলোচিত হয়েছেন ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, এ্যাডভোকেট এম. এ. হান্নান খান । 

প্রায় ১০ মাস ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান  তারেক রহমান এর নির্দেশে ময়মনসিংহ নগরীর গ্রীণ ময়মনসিংহ ক্যাম্পেইন" এর অংশ হিসেবে ৩৩ টি ওয়ার্ডে ৩৩০০ বৃক্ষ রোপণ ও বিতরণ কর্মসূচি,করে স্থানীয় বিএনপির নেতা কর্মী দের সাথে নিয়ে ময়মনসিংহের নগরের বিভিন্ন বাজার, বস্তি ও জনবহুল এলাকায় গাছ বিতরণ কাজ আজ শনিবার সম্পন্ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার ৭০,০০০ লিফলেট নগরের প্রতিটি ওয়ার্ডে অনেক আগেই সমাপ্ত হয়েছে, শুক্রবার নগরের ৩৩ টি ওয়ার্ডের এলাকার মসজিদে নামাজ আদায় করে প্রয়াত বিএনপি নেতাদের পরিবারের সঙ্গে কুশুল বিনিময় করেন এছাড়া খোঁজখবর নিয়ে আলোড়ন সৃষ্ঠি করেছেন ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক এবং জেলা কৃষকদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এম. এ. হান্নান খান । নগরের প্রতিটি ওয়ার্ডে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ৩১  দফার কার্যক্রম গুলো নিয়ে আলোচনা অব্যাহত রেখেছেন । আগামী সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে কেন্দ্রীয় ঢাক পেয়েছেন কয়েবার ।  তিনবার সাংসদ এবং তিনবার মেয়র পদে নমিনেশন চেয়েছিলেন  এম হান্নান খান  ৫ আগস্টের আগে আওয়ামীলীগের সময় ২৭ টি ওয়ার্ডের তারাবীর নামাজ আদায় করে বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত রাখার কৌশল অবলম্বন করে সেসময় ময়মনসিংহবাসীর কাছে আলাদা ভাবে নজরে আসেন ।  রাজনীতিবিদরা যেখানে সভা সেমিনার ,উঠান বৈঠক ব্যাস্ত সেখানে এডভোকেট হান্নান খান  একটি গাছের চারা ও ৩১ দফার লিফলেট বিতরণ করে এবং ৩১ দফার তাৎপর্য সকলের মাজে ছড়িয়ে দিয়ে ময়মনসিংহবাসীর কাছে আলোচিত হচ্ছেন এই ত্যাগী নেতা । এরকম ব্যাতিক্রম উদ্যোগকে স্বাগত জানিয়ে নগরের খান মেহদী হাসান বলেন এমন মহতী উদ্যোগ সচরাচর সবার পক্ষে করা সম্ভব হয়ে ওঠে না , বৃক্ষরোপণ কর্মসূচি শুধু একটি নির্দিষ্টকর্ম হিসেবে মূল্যায়ন করলেই হবে না,, এটি তার ব্যাপক এবং বিস্তৃত সুবিধা রয়েছে ১/২ বছরের জন্য এটি সফলতা নিয়ে আসে না,, এক যোগ দুই যোগ করে ৫০ বছর পর্যন্ত এই বৃক্ষ জনমানবকে এবং জগতের সকল প্রাণীদের রক্ষাকবচ হিসেবে কাজ করে,, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আহবানে এডভোকেট হান্নান খানের এই উদ্যোগকে স্বাগত জানাই,, আশা করি এতে করে দেশের পরিবেশ এবং দেশের সকল প্রাণীকুলকে রক্ষা করার এই ক্ষুদ্র চেষ্টা একদিন ইতিহাস হয়ে থাকবে। কৃষিবিদ অসীত মজুমদার বলেন  ক্রিকেটার ও সংগঠক হিসাবে কালীবাড়ি এ্যাথলেটিক ক্লাবের সঙ্গে দীর্ঘদিন ধরে থাকা ও ক্রিকেট নিয়ে উন্নতি ভাবনার জন্য অশেষ ধন্যবাদ জানাই ভাই হান্নান কে এছাড়া আইন পেশা ও রাজনৈতিক অংগনের নেতা হিসেবে সফলতা কামনা করছি।এখন পরিবেশবিদ হিসেবে এগিয়ে ময়মনসিংহ বাসীর কাছে স্মরনীয় হয়ে থাকবেন ।

 


 

ময়মনসিংহ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক, দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক এবং জেলা কৃষকদলের নির্বাচিত সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট এম. এ. হান্নান খান বলেন গাছ কাটলে সর্বনাশ-বন্যা,খরা ও জলোচ্ছ্বাসের ঝুঁকি বাড়ে।তাই আমাদের সবারই উচিত বেশি বেশি বৃক্ষ রোপণ করা।বৃক্ষই পারে প্রকৃতিকে বাঁচাতে,তপ্ত বায়ুকে শীতল করতে।৩৩০০ হাজার বৃক্ষ বিতরণ আজকেই সম্পন্ন হলো   এছাড়া সংবিধান সংস্কার আর যাই বলুন ৩১ দফা টি মনোযোগ দিয়ে পড়লে এবং বুজলে রাষ্ট্র সংস্কারের সকল কিছুই ৩১ দফায় পাওয়া যাবে তাই এ ৩১ দফাটি বিতরণ অব্যাহত রেখিছি ।নগরের প্রতিটি ওয়ার্ডের প্রতি শুক্রবার স্থানীয়দের সঙ্গে নিয়ে নামাজ আদায় করে ৩১ দফা নিয়ে আলাপচারিতা অব্যাহত রেখিছি এম এ হান্নান খান আরো বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদী আরবে নিম গাছ উপহার দিয়েছিলেন সেগুলো  এখনো আছে সৌদীবাসী জিয়াউর রহমান কে এখনো স্মরণ করে তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা। আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার স্বনির্ভর বাংলাদেশের সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই। এ থেকে ই আমার ক্ষুদ্র প্রয়াস । আগামী তে নমিনেশন যাকেই দেখ আমরা এক সঙ্গে মাঠে থাকবো ।


 

Post a Comment

0 Comments