স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরীর চরপাড়া এলাকায় বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাশিক খান শুষান ও তানভীর হাসান। এসময় সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শ্যারমীন ইসলাম, কোতোয়ালি মডেল থানার সাব ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম অভিযানে উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন অব্যবস্থাপনার জন্য শান্তা ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, মেডিসন ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, নিহাদ ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও পপুলার ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের অপরিস্কার পরিবেশ এবং টেস্টের লিস্ট বোর্ড না থাকার কারণে সতর্ক করা হয়েছে।
মেডিকেল অফিসার ডা. শ্যারমীন ইসলাম জানান, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষে এই অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

0 Comments