স্টাফ রিপোর্টার ঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সদস্য উম্মা উসওয়াতুন রাফির ময়মনসিংহের পারিবারিক বাসায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পর রাফির পরিবার গভীর উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
বুধবার গভীর রাতে (রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে) ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের ঢোলাদিয়া এলাকায় রাফির বাসার মূল ফটকের সামনে এই ঘটনা ঘটে। অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি গেটে ককটেল ফাটিয়ে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন লাগানোর চেষ্টা করে বলে জানা গেছে।
ঘটনার পরপরই কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। রাফির ভাই খন্দকার জুলকারনাইন রাদ গনমাধ্যমকে জানান, বিস্ফোরণের শব্দে বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে পরিবার থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ মামলা গ্রহণ করে।
তিনি আরও বলেন, এ ধরনের ন্যক্কারজনক হামলার সঙ্গে যারা যুক্ত, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, বিস্ফোরণ সংক্রান্ত ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা হয়েছে। তিনি আরো বলেন, পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। খুব শিগগিরই অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।

0 Comments