Header Ads Widget

Responsive Advertisement

ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন


 স্টাফ রিপোর্টার ঃ 

ময়মনসিংহ নগরীতে বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে পাটগুদামের অস্থায়ী পুলিশ বক্সের সামনে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে রেদুয়ান জাহান রিয়াদ (২৮) নামের এক যুবক গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রেদুয়ান জাহান রিয়াদ নগরীর ১৩১ নম্বর কালিবাড়ি এলাকার মো. সাইদুল হক খানের ছেলে। তার মা জান্নাতুল ফেরদৌস পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা।

নিহতের বাবা সাইদুল হক বলেন, পুলিশ বক্সের সামনে আমার ছেলে আহত অবস্থায় অনেকক্ষণ পড়ে ছিলেন, কেউ তাকে বাঁচাতে আসেনি। পরে খবর পেয়ে আমি নিজে গিয়ে ছেলেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। ঘটনার সিসি ফুটেজ দেখে তিনি খুনিদের বিচারের দাবি জানিয়েছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ শফিক উদ্দিন জানান, ছুরিকাঘাত করা হয়েছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি মারা যান।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শিবিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানা গেছে, ব্রিজ এলাকায় ছিনতাইকারী একটি চক্রের মধ্যে বিরোধের জের ধরে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

Post a Comment

0 Comments