ময়মনসিংহ শহরের চরপাড়া এলাকায় অবৈধ, কাগজপত্রহীন এবং নিম্নমানের সেবা প্রদানকারী বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে সোমবার (২৪ নভেম্বর) দুপুর থেকে দিনব্যাপী র্যাব-১৪ এবং জেলা সিভিল সার্জন কার্যালয় যৌথভাবে বৃহৎ পরিসরে অভিযান চালিয়ে মোট ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায়, তিনজনকে কারাদণ্ড এবং একাধিক প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটার ও ক্লিনিক সিলগালা করা হয়েছে।
এ সফল অভিযান পরিচালনা করেন র্যাবের আইন কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মো. জোবায়ের। দুপুর থেকে শুরু হওয়া এই যৌথ অভিযান চলে বিকেল পর্যন্ত, যা পুরো এলাকায় উল্লেখযোগ্য আলোড়ন সৃষ্টি করে।
অভিযানে রয়েল কেয়ার (প্রা:) হাসপাতালকে ১ লাখ টাকা জরিমানা, দিবা-রাত্রি ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৮০ হাজার টাকা জরিমানা, নিউ নাগরিক হাসপাতাল (প্রা:) ১ লাখ টাকা জরিমানা, আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে (প্রা:) ৫০ হাজার টাকা জরিমানা এবং কর্মচারী মতিউর রহমানকে ৭ দিনের কারাদণ্ড, গাজী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার সিলগালা এবং কর্মকর্তা গাজী মাজহারুল আনোয়ার খোকনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড, রুম্পা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার সিলগালা, সেন্ট্রাল হাসপাতাল (প্রা:) অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিয়েটার সিলগালা এবং কর্মচারী মাসুম রাহাত খানকে ১০ দিনের কারাদণ্ড, দি নিউ জনতা ডায়াগনস্টিক অ্যান্ড হাসপাতাল সিলগালা করা হয়।
এছাড়াও কথা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অভিযান চলাকালে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা তালা মেরে পালিয়ে যান
অভিযানে মোট ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা, অনুমোদনহীন অপারেশন থিয়েটার পরিচালনা, চিকিৎসা নিরাপত্তা মানদণ্ড না মানা ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শ্যারমীন ইসলাম, র্যাব-১৪ এর স্কোয়াড্রন লিডার শাহ মো. রাশেদ রাহাত, সিভিল সার্জন অফিস ও র্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এসময় ডা. শ্যারমীন ইসলাম বলেন, অবৈধ ও অনিয়মে পরিচালিত হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। জনস্বাস্থ্য সুরক্ষায় আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, অবৈধ ও নিম্নমানের চিকিৎসা সেবার কারণে ভোগান্তিতে থাকা স্থানীয় বাসিন্দারা এ ধরনের ধারাবাহিক অভিযানে সন্তোষ প্রকাশ করেন। অনেকেই মনে করছেন, স্বাস্থ্যখাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত জরুরি।

0 Comments