প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

বিএনপির ময়মনসিংহের ২টি আসনের প্রার্থিতা স্থগিত রেখে বাকি ৯টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা


চরকা রিপোর্ট ঃ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ১১টি আসনের মধ্যে ২টি আসনের প্রার্থিতা স্থগিত রেখে বাকি ৯টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।  সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ময়মনসিংহ ৪ সদর আসন নিয়ে রাজনৈতিক নাতাকর্মীদের মাজে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা ।

ময়মনসিংহ জেলার ১১টি আসনের মধ্যে ৯টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। ময়মনসিংহ-১ (হালুয়াঘাট ও ধোবাউড়া) সৈয়দ এমরান সালেহ, ময়মনসিংহ-২ (ফুলপুর ও তারাকান্দা) মোতাহের হোসেন তালুকদার, ময়মনসিংহ-৩ (গৌরীপুর) এম ইকবাল হোসেইন, ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) মোহাম্মদ জাকির হোসেন, ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) মোঃ আখতারুল আলম, ময়মনসিংহ-৭ (ত্রিশাল) ডাঃ মোঃ মাহবুবুর রহমান, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) লুতফুল্লাহেল মাজেদ, ময়মনসিংহ-৯ (নান্দাইল) ইয়াসের খাঁন চৌধুরী, ময়মনসিংহ-১১ (ভালুকা) ফকর উদ্দিন আহমেদ।তবে ময়মনসিংহ-৪ (সিটি কর্পোরেশন ও সদর উপজেলা) এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও উপজেলা) আসনের প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী সময় এই দুই আসনের প্রার্থীও ঘোষণা করা হবে।

তবে স্থানীয় নেতাকর্মীরা ময়মনসিংহ সদর ৪ আসনে স্থগিত থাকলেও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও মহানগর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ এবং ময়মনসিংহ জাতীয়তাবাদী দল  দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা যুবদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এম এ হান্নান খান। এ আসনে স্থগিত রাখায় ময়মনসিংহবাসীর মধ্যে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে কেও বলছেন এ আসনে ডাঃ জাহিদের মনোনয়ন দেওয়ার কথা ছিল উনাকে দেয়া হয়েছে দিনাজপুর ৬ । স্থগিত রাখায় ইতমেধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়াহাব আকন্দ এবং রোকন সরকারের পক্ষে স্ট্যাটাস দেওয়া হচ্ছে ।  ময়মনসিংহ-৪ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বিগত ২০১৮ সালের সংসদ নির্বাচনে এ আসনে ধানের শীষের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি ২০১৮ সালের সংসদ নির্বাচনে মাত্র কয়েক ঘণ্টার ভোটে প্রায় লক্ষাধিক ভোট পেয়ে রেকর্ড সৃষ্টি করেছিলেন সারাদেশে। এছাড়া আসনটিতে মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় সাক্ষাৎকারে অংশ নেন এদিকে মনোনয়ন ঘোষণার খবরে পবিত্র মক্কায় ওমরাহ করতে গিয়ে এক ভিডিও বার্তায় শুকরিয়া প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অপরদিকে মনোনয়ন ঘোষনার খবরে জেলার আটটি আসনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের খবর পাওয়া গেলেও ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।  এসময় বিক্ষোভকারীরা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আহম্মেদ তায়েবুর রহমান হিরনের পক্ষে স্লোগান দেন এবং ঘোষিত প্রার্থী পরিবর্তনের দাবি জানান।   বিক্ষোভ মিছিলের সত্যতা নিশ্চিত করে পৌর বিএনপির সদস্য সচিব সুজিত কুমার দাস বলেন, অবিলম্বে গৌরীপুর আসনের প্রার্থিতা বদল করতে হবে। অন্যথায় আগামীকাল থেকে লাগাতার আন্দোলনসহ অবরোধ কর্মসূচি পালন করা হবে। 

 


 

Post a Comment

0 Comments