স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে দীর্ঘ এক যুগ পর (১২ বছর) পলাতক থাকা একটি হত্যা মামলার আসামিকে আকুয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গত ০৪ ডিসেম্বর ২০১৩ খ্রিঃ তারিখ অনুমান ১৪.৩০ ঘটিকার সময় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন কাচিঝুলি এলাকার সিদ্দিক মাষ্টার রোডে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা সুন্দরী আরমান ইসলাম (২৬)-কে হত্যা করে। উক্ত ঘটনায় ভিকটিমের বড় ভাই মোঃ আদনান ইসলাম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা নং-১২, তারিখ-০৪/১২/২০১৩ খ্রিঃ, ধারা-১৪৩/৪৪৭/৩৪১/৩০২/১০৯/৩৪ পেনাল কোড-১৮৬০ মোতাবেক মামলা দায়ের করেন।
দীর্ঘদিন যাবৎ মামলার অন্যতম আসামি মোঃ আব্দুল মালেক রিপন (৪৫) আত্মগোপনে ছিল। পুলিশ সুপার, ময়মনসিংহ সার্বিক তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নির্দেশনায়, অফিসার ইনচার্জ ডিবি (উত্তর), ময়মনসিংহের তত্ত্বাবধানে এসআই (নিঃ) যুবরাজ দাস, এসআই (নিঃ) ফিরোজ আলী, এসআই (নিঃ) পিন্টু কুমার রায় ও তাদের সঙ্গীয় ফোর্স তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে।
অদ্য ০৫ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ অপরাহ্নে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া এলাকা হতে পলাতক আসামি মোঃ আব্দুল মালেক রিপন (৪৫), পিতা-মৃত হাফিজ উদ্দিন, মাতা-মোছাঃ আম্বিয়া খাতুন, সাং-গোয়াইলকান্দি একাডেমী রোড (বড়বাড়ী), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ডিবি পুলিশের এই সফল অভিযানে জনমনে স্বস্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় আস্থা বৃদ্ধি পেয়েছে।

0 Comments