Header Ads Widget

Responsive Advertisement

ময়মনসিংহে নগরের ম্যানহোল থেকে ১৫ ঘন্টা পর জীবিত নারী উদ্ধার


 

 বিশেষ প্রতিনিধিঃ

ময়মনসিংহে নগরের আশেপাশের সড়কের ফুটপাতের ম্যানহোল ঢাকনা চুরির উপদ্রব বেড়েই চলছে। ছোটখাট চোরের দল রাতের আঁধারে ঢাকনা চুরি  করে অল্প টাকায় নেশার জন্য বিক্রি করে দেয় বিক্রেতাদের কাছে। ম্যানহোল ঢাকনা চুরির ফলে প্রতিনিয়ত ছোটখাট দূর্ঘটনা ঘটছে। নগরের পুলিশ লাইন থেকে ১৫ ঘন্টা পর ম্যানহোল থেকে এক নারী কে উদ্ধার করেছে স্থানীয় এলকাবাসী স্থানীয়রা সিটি কর্পোরেশনের উপর ক্ষোভ প্রকাশ করে বলেন রাতে সিটি কর্পোরেশনের অনেক স্থানে বাতি জ্বলে না তার উপর ম্যানহোল গুলো উন্মুক্ত অবস্থায়  ফুটপাথের ঢাকনা গুলো সংস্কার না করলে বড় ধরনের বিপদ ঘটার আশঙ্কা রয়েছে

 

নগরবাসী জানায় ময়মনসিংহের সি কে ঘোষ রোড , কাচারি রোড বাতিরকল গাঙ্গিনাপাড় , বলাশপুর, নতুন বাজার ,কাজিঝুলি,পুলিশ লাইন , আউটার স্টেডিয়াম, কাশর ভাটিকাশর সহ বিভিন্ন এলাকায় ম্যানহোল ঢাকনা চুরি করে নিয়ে যাচ্ছে।রাতে ঠিকমতো রোড লাইন জ্বলে না আবার অনেক স্থানে বন্ধ আর চালু খেলায় ব্যাস্থ আর কারণে ম্যানহোলের ঢাকনা গুলি কোন সময় নেশার টাকার অভাবে চোরের দল ম্যানহোলের ঢাকনাগুলো কে ভেঙ্গে গুড়ো করে বিক্রি করছে সড়কের ফুটপাতের ম্যানহোলের ঢাকনা না থাকায় চলাচলে পথচারীদের বিঘ্ন  সৃষ্টি হচ্ছে। অনেক সময় মাঝে মাঝে পথচারীরা ছোট খাটো দূর্ঘটনার স্বীকার হচ্ছেন। অনেকের দাবি এসব সড়ক গুলো অনেক সময় নিরিবিলি থাকে রাতে ডিফেন্স পার্টি না থাকায় নেশাগ্রস্থ অথবা এক শ্রেণীর চোর এসব চুরি করে। শহরের বলাশপুরে কয়েকদিন পর পর ঢাকনা চুরি করে নিয়ে যায় বলে এলাকার লোকজন অভিমত দেন। তারা বলেন কাশর পুলিশ লাইন আউটার স্টেডিয়াম এলাকায় ম্যানহোলের ঢাকনা অনেকগুলো নেই চুরি হযে গেছে। এছাড়া পুলিশ লাইন থেকে বলাশপুর পযর্ন্ত  প্রায় ৪০ থেকে ৫০ টির বেশি ম্যানহোলের ঢাকনা নেই। আবার ঢাকনা থাকলেও ভাঙ্গা অকেজো ম্যানহোলের ভিতরে ১৫ ঘণ্টা আটকে ছিলেন একনারী।ময়মনসিংহে নগরের পুলিশ লাইন এলাকার কাশর মোড়ে সকাল ৮টায় অসাবধানতায় ম্যানহোলে ভিতরে পড়ে যান। পড়ে যাওয়ার পর তিনি বাইরে ওঠার কোনো উপায় না পেয়ে সারাদিনই অন্ধকার, দুর্গন্ধযুক্ত ম্যানহোলের ভেতরে আটকে থাকেন। সারাদিনের ব্যস্ত যান্ত্রিক শব্দের পিছনে ম্লান হয়ে যায় সেই নারীর বাঁচার আর্তনাদ। তাই স্থানীয়রা কেউ বিষয়টি বুঝতে পারেনি। তাই প্রায় ১৫ ঘণ্টা ধরে সেই নারী অসহায়ভাবে ভেতরেই অবস্থান করে। রাতে নিরবতা নেমে এলে হঠাৎ তখন কার যেন বাঁচার আর্তনাদ। গুণগুণে কান্নার আওয়াজ ভেসে আসে রাত ১১টা ৫০ মিনিটের দিকে পাশের আরেকটি ম্যানহোলের ভিতর থেকে। তাঁর কান্না আর চিৎকারের শব্দ শুনে এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ হয়। তখন তারা দ্রুত ম্যানহোলের ঢাকনা খুলে তাঁকে জীবিত উদ্ধার করে।"

 

ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাহী প্রকৌশলী (চঃদাঃ) (বিদ্যুৎ) মোঃ জিল্লুর রহমান জানান ঘটনাটি শুনেছি কাশর স্টেডিয়াম এলাকায় ড্রেন স্ংয়স্কার করতে গিয়ে রোড লাইন খুলে ফেলেছিল চোরের দল তামার তার ভেবে তবে লাইন আজকের মধ্যে ঠিক হবে ম্যানহোল গুলো চুরি হয়ে যাচ্ছে যেখানে সিটি কর্পোরেশন খবর পাচ্ছে সেখানে সিমেন্ট ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে

 

Post a Comment

0 Comments