চরকা রিপোর্ট ঃ
ময়মনসিংহে প্রায় ১৮ কোটি টাকা ব্যায়ে ১ হাজার আসন বিশিষ্ট জেলা পরিষদের অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হল নির্মান ৮ নভেম্বর ২০১৮ সালে শর্ত মোতাবেক ৯১২ দিনের কাজ ৭ বছরের শেষ হয়নি । কেন নির্মান কাজ শেষ হয়নি তার সুদোত্তর কেও দিতে পারেনি । মাল্টিপারপাস হল নির্মান প্রকল্পে কোটি কোটি টাকা লোপাট হয়েছে বলে অনেকে অভিযোগ করেছেন । হল রুম টি নির্মানকাজ সম্পন্ন হলে ময়মনসিংহে এটিই হতো প্রথম এক হাজার আসন বিশিষ্ঠ হল রুম । চলমান কাজে সাইনবোর্ড থাকার কথা থাকলেও খুঁজে পাওয়া যায়নি ।
ময়মনসিংহে স্থানীয় সরকার বিভাগ ও ময়মনসিংহ জেলা পরিষদের উদ্যোগে শহরের পাটগুদাম এলাকায় ৮৯ শতাংশ জায়গায় প্রথম ১ হাজার আসন বিশিষ্ট অডিটরিয়াম কাম – মাল্টি পারপাস হল নির্মান কাজ ৮ নভেম্বর ২০১৮ সালে রুটস মার্কস (জেভি) নামক প্রতিষ্টান কে ১৭ কোটি ৭৮ লাখ ১১ হাজার টাকা চুক্তিতে প্রদান করা হয় ঐ প্রতিষ্টান টি ৮ মে ২০২১ অর্থাৎ( ৯১২) দিনের মধ্যে কাজ সম্পন্ন করার কথা থাকলেও করোনায় তা সম্ভব হয় নি । প্রতিষ্টান টি কে ৩০ ডিসেম্বর ২০২৩ এ সময় বাড়িয়ে দেয়া হয়েছিল। ঐ সময় প্রায় ৫০ ভাগ কাজ সম্পন্ন হয়েছিল বলে প্রতিষ্টান টি দাবি করেছিল তবে কাজের মান নিয়ে স্থানীয়রা অনেকে প্রশ্ন তুলেছে । এর পর বিভিন্ন অজুহাত দেখিয়ে সময় শুধু বাড়ানো হয়েছে ।নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান এটি এখন ৩০ কোটি ছাড়িয়েছে তবে এখন পর্যন্ত বিদ্যুৎ এর সংযোগ দেয়া হয়নি এভাবে যন্ত্রপািতি পড়ে থাকলে নষ্ঠ হওয়ার সম্ভবনা রয়েছে । এ বিষয়ে বারবার তথ্য অধিকার আইনে তথ্য চেয়েও পওয়া যাচ্ছে না । ময়মনসিংহ জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদারের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ময়মনসিংহ থেকে পটুয়াখালী জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসাবে বদলি করা হয়েছেন ।ময়মনসিংহে হল রুম আরো কয়েকটি থাকলেও এক হাজার আসন বিশিষ্ট হল রুম এটিই প্রথম । এরকম বড় হল বিভাগীয় শহরে না থাকায় বড় সামাজিক ও প্রতিষ্টান গুলোর অনুষ্টান অথবা বাধ্য হয়ে ৭৫০ আসন বিশিষ্ঠ পাবলিক হল ব্যবহার করতে হয় । ৯১২ দিনের কাজ কেন সম্ভব হয় নি এর সুদোত্তর কেও দিতে পারেনি ।
উপ-সহকারী প্রকৌশলী মোঃ আব্দুর রউফ জানান হল টি শুরু তেই কিছু জটিলতা ছিল করোনা কিছুটা পিছিয়ে দিয়েছে এখন ত প্রাই কাজ শেষ যেহেতু এটি বড় হল রুম সাব স্টেশন প্রয়োজন বিদুতের সংযোগ হলেই হল রুম টি উদ্ভোধন শুরু হবে
এ বিষয়ে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার জানান এর কাজ চলমান রয়েছে ।

0 Comments