স্টাফ রিপোর্টার ঃ
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার। তাঁর নেতৃত্বেই তলাবিহীন ঝুড়ি থেকে হতাশাগ্রস্থ জাতি পেয়েছিল স্বর্নিভর বাংলাদেশের দিশা। তিনিই বাকশাল থেকে জাতিকে মুক্তি দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন।
আগামীদিনে তারই সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্রৃ সংস্কারের নেতৃত্বে দিনে। এজন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নগরীর নতুন বাজারস্থ বিএনপি কার্যালয়ের সামনে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ মহানগর বিএনপি আয়োজিত বর্নাঢ্য র্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় নেতাকর্মীদের শ্লোগানে মুখরিত হয়ে উঠেছে নগরীর অলিগলি থেকে রাজপথ। পরে বিএনপি কার্যালয় থেকে মহানগর বিএনপির উদ্যোগে একটি র্যালী বের হয়ে কৃঞ্চচূড়া চত্বরে গিয়ে শেষ হয়। এই র্যালীর নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এতে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, এম.এ হান্নান খান, শাহ শিব্বির আহম্মেদ ভুলু, একেএম মাহাবুবুল আলম, শামীম আজাদ, কায়কোবাদ মামুন প্রমূখ।
এর আগে দিবসটি উপলক্ষ্যে বিকালে দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু এবং সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকনের নেতৃত্বে নগরীর টাউন হল প্রাঙ্গন থেকে অপর একটি র্যালী বের করে দলীয় নেতাকর্মীরা। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

0 Comments