প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু


স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহ নগরীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. রানা (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর কেওয়াটখালি রেললাইন এলাকার সরকারি জায়গায় দুর্ঘটনা ঘটে।

নিহত রানা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শেষ মোড় এলাকার বাসিন্দা মো. নজরুল ইসলামের ছেলে। তিনি অন্যের গাছ কেটে জীবিকা নির্বাহ করতেন।

বাকৃবি ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মোমেন মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে কেওয়াটখালি রেললাইনের পাশে থাকা একটি কদম গাছে ডাল কাটতে উঠে রানা। একপর্যায়ে ডালের সঙ্গে থাকা বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকে। পরে স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা গাছে উঠে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে নিচে নামায়। রানার মরদেহ ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


 

Post a Comment

0 Comments