Header Ads Widget

Responsive Advertisement

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার


 

স্টাফ রিপোর্টার ঃ  ময়মনসিংহে মঙ্গলবার  তে নগরীর মরাখলা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা মো. বখতিয়ার ফাহিম রনিকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ নাশকতামূলক পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশের দল।

বখতিয়ার ফাহিম রনি সদর উপজেলা ১৩ নং বয়ড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। তিনি জেলা কৃষক লীগের সহ-সভাপতি মো. আসলাম হোসেনের ভাতিজা। স্থানীয়দের অভিযোগ, ছাত্রলীগ নেতা রনি বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে প্রভাববিস্তার করে নিরীহ মানুষের জমি দখল, উচ্চ হারে সুদের ব্যবসায় হয়রানিসহ সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল।

কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো: সাফায়েত হোসেন গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে নাশকতামূলক পরিকল্পনার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Post a Comment

0 Comments