চরকা রিপোর্ট ঃ ময়মনসিংহে নাশকতার চেষ্টা ও পরিকল্পনার অভিযোগে ২০ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে পুলিশ । গত ২৪ ঘণ্টায় সিটি কর্পোরেশন ও জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ সুপার জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ২৭টি স্পটে চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করা হচ্ছে। এছাড়া নগরীসহ জেলার প্রতিটি উপজেলায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছেন।
তিনি আরও বলেন, পুলিশের কঠোর নজরদারির কারণে এখন পযর্ন্ত জেলার কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি। তবে গতরাতে জেলার দু-একটি স্থানে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিলের চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যান। এ বিষয়ে জেলা পুলিশ জানায়, গত ২৪ ঘন্টার বিশেষ অভিযানে জেলার ৮টি থানায় পুলিশের অভিযানে ২০ জন গ্রেপ্তার হন। তারা সবাই আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা। এর মধ্যে কোতোয়ালি মডেল থানায় পাঁচজন, ফুলবাড়ীয়ায় এক, ত্রিশালে চার, ভালুকায় চার, নান্দাইলে দুই, গফরগাঁওয়ে এক, ফুলপুরে এক এবং পাগলা থানায় একজন গ্রেপ্তার হন।
এদিকে লকডাউন ঘোষণা করে ময়মনসিংহ রাজপথে নেই পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট এ দলের অপচেষ্টা প্রতিহত করার ঘোষণা দিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর পৌনে ১টায় ময়মনসিংহ নগরের নতুন বাজার এলাকায় ফ্যাসিস্টবিরোধী এ বিক্ষোভ কর্মসূচি পালন করে মহানগর বিএনপি।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এ বিক্ষোভে নেতৃত্ব দেন। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় নগরের বিভিন্ন সড়কে মোটরসাইকেল মহড়া দিতেও দেখা যায় বিএনপি নেতাকর্মীদের। আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দল। শহরের চরপাড়া মোড় সহ নগরীর গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে এ বিক্ষোভ মিছিল। এছাড়াও নাশকতা ঠেকাতে নেতাকর্মীরা প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে শহরজুড়ে টহল দেয়। এছাড়া দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব রোকন সরকার নেতৃত্বে ফ্যাসিস্ট বিরোধী একটি মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করতে দেখা যায়

0 Comments