স্টাফ রিপোর্টার ঃ
ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস হত্যা ঘটনায় মানবন্ধন অব্যাহত রয়েছে এদিকে ময়মনসিংহ গ্রেফতার হওয়া ১২আসামীর ৩ দিন করে রিমান্ড মঞ্জর করেছে আদালত ।
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস (২৮) কে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় ময়মনসিংহে বিক্ষোভ মানবন্ধন অব্যাহত রয়েছে । সকালে তারাকান্দায় দীপুর এলাকায় ভালুকায় সিপিবি এবং দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে সচেতন নাগরিক কমিটির ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয় । ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের বাড়িতে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান সাক্ষাৎ করে শোক সন্তপ্ত পরিবারের সাথে কথা বলেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এ মামলায় গ্রেপ্তার হওয়া ১২ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাস (২৮) কে পিটিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার মামলায় গ্রেপ্তার হওয়া ১২ আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে ৫ দিন করে রিমান্ড প্রার্থনা করেন।সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের ৮নং আমলি আদালতের সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এই রিমান্ড আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন- আশিকুর রহমান (২৫) কাইয়ুম (২৫), লিমন সরকার (১৯), তারেক হোসেন (১৯), মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), মিরাজ হোসেন আকন (৪৬), আজমল হাসান সগীর (২৬), শাহিন মিয়া (১৯) এবং নাজমুল (২১)।
আদালত পরিদর্শক (ওসি) পীরজাদা শেখ মো. মোস্তাছিনুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে ৫ দিন করে রিমান্ড প্রার্থনা করেছিল। তবে শুনানি শেষে বিচারক আসামিদের বিরুদ্ধে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। তদন্ত কর্মকর্তার সুবিধামত রিমান্ড কার্যকর করা হবে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে ভালুকার জামিরদিয়া এলাকার পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেড কারখানায় ধর্ম অবমাননার অভিযোগে দীপুকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। পরে
তার মরদেহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় গত ১৯ ডিসেম্বর (শুক্রবার) নিহতের ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০/১৬০ জনকে আসামি করে ভালুকা থানায় মামলা দায়ের করেন। মামলার পর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত মোট ১২ জনকে গ্রেপ্তার করে র্যাব-পুলিশ।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। কেন ওই যুবককে পুলিশের হাতে না দিয়ে জনতার হাতে তুলে দেওয়া হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
নিহতের বাবা রবি চন্দ্র দাস ও বোন চম্পা দাসের দাবি, কারখানায় উৎপাদন বৃদ্ধি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে দীপুকে মিথ্যা অপবাদে হত্যা করা হয়েছে। তাদের দাবি, দীপু শিক্ষিত এবং সচেতন ছিলেন, তিনি এমন কাজ (ধর্ম অবমাননা) করতে পারেন না।
নিহত দিপু চন্দ্র দাস (২৮) জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে। দুই বছর ধরে তিনি এই কোম্পানিতে কাজ করছিলেন। তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামের বাড়িতে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান সাক্ষাৎ করে শোক সন্তপ্ত পরিবারের সাথে কথা বলেন এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষপ হতে নি" হ" ত দীপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা সহ সেলাইমেশিন ও শীতবস্ত্র প্রদান করেছেন।


0 Comments