স্টাফ রিপোর্টার ঃ চাঞ্চল্যকর দিপু হত্যাকাণ্ডের গাছে ঝুলিয়ে আগুন ধরানো সেই অপরাধী অনিক কে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) গত সোমবার সন্ধায় গাজিপুরের চেরাগআলী থেকে নিবির ইসলাম অনিক কে গ্রেফতার করে ।
ময়মনসিংহ ত্রিশাল থানার ধানীখোলা, মধ্য ভাটিবাড়ি (ডামের মোড়), এলাকায় মোঃ কলিমুল্লাহ হোসেন আরার সন্তান নিবির ইসলাম অনিক একই ফ্যাক্টরিতে ফেব্রুয়ারি/২০২৫ মাস থেকে নিটিং অপারেটর হিসেবে কর্মরত ছিল এবং ঘটনার পর থেকেই সে কর্মস্থলে অনুপস্থিত , গ্রেফতারকৃত আসামি অনিক নিহত দিপুকে নির্মমভাবে হত্যা করে রশি দিয়ে গাছে ঝুলিয়ে পরবর্তীতে আগুন ধরিয়ে পুড়িয়ে ফেলা হয়।ঐসময় প্রথমে গাছে উঠে রশি দিয়ে উপর টেনে বাধে দীপু কে ঘটনার পরপরই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তদন্তকারী দল হত্যাকাণ্ডে জড়িত একজন সন্দেহভাজন ব্যক্তিকে সনাক্ত করতে সক্ষম হয়। ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরিহিত এক ব্যক্তি নিহত দিপুকে গাছের সঙ্গে রশি দিয়ে টেনে তুলছে। প্রাপ্ত তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে ঢাকার বনানী এলাকায় অভিযান পরিচালনার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী পশ্চিম থানাধীন চেরাগআলী এলাকা থেকে গতকাল বিকাল আনুমানিক ১৭:৩০ ঘটিকায় মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান অদ্যাবধি গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ৫ জন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। চাঞ্চল্যকর দিপু হত্যা মামলার ঘটনায় পুলিশ গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
0 Comments