স্টাফ রিপোর্টার ঃ
তিন বছরের সন্তান রেখে আম্বালা ফাউন্ডেশন এ কর্মরত স্ত্রী মিতু আক্তার ও পরকীয়া প্রেমিক রিয়াদ হোসেনের বিচার চাইতে গিয়ে ম্যানেজার মিল্টনসহ কর্মকর্তাদের কাছে মারধরের শিকার ভুক্তভোগী স্বামী মোঃ সাগর আহমেদ-আজ দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে ।
সাংবাদিক সম্মেলনে ভুক্তভোগী মোঃ সাগর আহমেদ জানান জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ৩নং ডোয়াইল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত আফসার আলীর কন্যা মিতু আক্তারের সঙ্গে ২০১৮ সালে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর সরিষাবাড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে সাগর আহমেদের। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্রসন্তান জন্ম নেয়, যার বয়স বর্তমানে তিন বছর। আম্বালা ফাউন্ডেশনের নরসিংদী জেলার কাপাসিয়া এরিয়ার দোলন বাজার শাখায় কর্মরত ক্রেডিট অফিসার রিয়াদ হোসেনের সঙ্গে চাকরির সুবাদে মিতু আক্তারের ঘনিষ্ঠতা গড়ে ওঠে। একপর্যায়ে সেই সম্পর্ক পরকীয়ায় রূপ নেয়। এতে ভেঙে পড়ে সাগরের সাজানো সংসার এবং অনিশ্চয়তায় পড়ে শিশুসন্তানের ভবিষ্যৎ। ভুক্তভোগী স্বামী সাগর আহমেদ আরো জানান, মিতু তার সহকর্মী রিয়াদের প্রেমে পড়ে আমাদের সুখের সংসার তছনছ করে দিয়েছে। বিষয়টি আমি আম্বালা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মিল্টন সাহেবকে জানালেও তিনি কোনো সহযোগিতা করেননি। বরং তাদের দুজনকে অফিস ভবনের দ্বিতীয় তলায় একসঙ্গে থাকার ব্যবস্থা করে দিয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, বিচার চাইতে গেলে তাকে মারধর করা হয় এবং এতে তার পাঁজরের একটি হাড় ভেঙে যায়। সাগর আহমেদ বলেন, আমি মিতু আক্তার, রিয়াদ হোসেন, ম্যানেজার মিল্টনসহ যারা এই অনৈতিক কাজে সহযোগিতা করেছে, তাই একরকম বাধ্য হয়ে সাংবাদিক সম্মেলন করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

0 Comments