প্রতিদিন চরকা

প্রতিদিন চরকা

ডিবির পৃথক অভিযানে ১২ বোতল বিদেশী মদ ও ৭০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-০৩

 

চরকা ডেস্ক ঃ

জেলা গোয়েন্দা শাখা ডিবির ময়মনসিংহ এর পৃথক দুইটি অভিযানে ১২ বোতল বিদেশী মদ ও  ৭০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার-০৩।

 পুলিশ সুপার, ময়মনসিংহ এর সার্বিক তত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), ময়মনসিংহ এর দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ময়মনসিংহ এর নেতৃত্বে এসআই(নিঃ) পিন্টু কুমার রায় সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার গৌরীপুর থানাধীন ০১নং মইলাকান্দা ইউনিয়নস্থ ডেংগা গ্রামের ধৃত আসামী মোঃ ফজর আলীর চৌচালা টিনের ঘরের সামনে উঠান হইতে ২২ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ ২৩.২০ ঘটিকায় ১২ বোতল বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ ফজর আলী (৪৯), পিতা-মৃত আমজাদ আলী, মাতা-মৃত নূর বানু, সাং-ডেঙ্গা, থানা-গৌরীপুর, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।

এসআই(নিঃ) ফিরোজ আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন কাঠগোলা বাজার সাকিনস্থ শফিকের চা এর দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হইতে ২২ জুলাই ২০২৫ খ্রিঃ তারিখ ২২.০০ ঘটিকায় ৭০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ রতন মিয়া (৪৫), পিতা-মৃত আব্দুল ওয়াদুদ, মাতা-মৃত খোদেজা বেগম, ২। হাছানুল হক বিপুল (২৪), পিতা-নুরুল ইসলাম, মাতা-মৃত আমেনা বেগম, উভয় সাং-কাঠগোলা বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে একাধিক মামলা রহিয়াছে।

উদ্ধারকৃত ১২ বোতল বিদেশী মদ ও ৭০ টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০৩ জন আসামীদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানা ও গৌরীপুর থানায় পৃথক পৃথক মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

 

 

 


 

Post a Comment

0 Comments