চরকা ডেস্ক
ময়মনসিংহ বুড়াপীর মাজার সংলগ্ন গত ৭ সেপ্টেম্বর এক তরুনীর মোবাইল ছিনতাই করার দৃশ্য ভাইরাল হয় সেই ছিনতাইকারীকে প্রেফতার করেছে ডিবি পুলিশ ।
গত ০৭/০৯/২০২৫ খ্রিঃ তারিখ রাত অনুমান ২০.৩০ ঘটিকায় সাথী বকসী (৩০), পিতা-বিমল বকসী, সাং-কালিবাড়ী গগন চৌধুরী বাইলেন, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন কাচারী ঘাট বুড়াপীর মাজার শরীফ এলাকায় মোবাইল ফোনে কথা বলার সময় ০১ জন ছিনতাইকারী জোর পূর্বক তার মোবাইল ফোন ছিনিয়ে দৌড়ে পালিয়ে যায়। উক্ত ঘটনার সিসিটিভি ফুটেজ স্থানীয় গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। বিষয়টি মাননীয় পুলিশ সুপার, ময়মনসিংহ মহোদয় উক্ত ছিনতাইকারীকে গ্রেফতার ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষে ডিবি পুলিশকে নির্দেশনা প্রদান করেন। এরপ্রেক্ষিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), ময়মনসিংহ এর তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস টিম রাতভর অভিযান পরিচালনা করে উক্ত ঘটনায় জড়িত ছিনতাইকারী মোঃ জসিম ওরফে পলাশ (২৪), পিতা-মোঃ রাজু, মাতা-বানেছা, সাং-জয়রামকুড়া পশ্চিম পাড়া, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ, বর্তমান সাং-চর খরিচা গলাকাটা মোড়, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে ১৪/০৯/২০২৫ খ্রিঃ তারিখ ভোর রাতে ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। ফলশ্রুতিতে জনমনে স্বস্তিসহ পুলিশের প্রতি আস্থা অর্জনে সক্ষম হয়েছে। ছিনতাইকারীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় নিয়মিত মামলা রুজুসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।
0 Comments